ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাতিয়ায় যাত্রীবাহী ট্রলারডুবিতে এখনও নিখোঁজ ৬, একজনের মরদেহ উদ্ধার

হাতিয়ায় যাত্রীবাহী ট্রলারডুবিতে এখনও নিখোঁজ ৬, একজনের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ২১:৪৩

হাতিয়ায় ভাসানচর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারডুবিতে এক পুলিশ সদস্যসহ এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছেন জেলেরা। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তিনি ডাক বিভাগে কর্মরত ছিলেন। 

এর আগে শনিবার বিকেলে ভাসানচরের উত্তর পাশে মেঘনা নদীতে জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে ডুবে যায়। এতে ২২ জন সাধারণ যাত্রী, ৬ জন রোহিঙ্গা, ৩ জন পুলিশ, ৪ জন আনসার ও ৪ জন ট্রলারের মাঝি-মল্লা ছিলেন। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে আসার পথে দুর্ঘটনা ঘটে।

ট্রলার থেকে উদ্ধার হওয়া জিয়াউল হক নামে একজন সমকালকে জানান, তারা ঈদের ছুটিতে ভাসানচর থেকে বাড়ি ফিরছিলেন। পথে নদীতে ট্রলারের তলা ফেটে পানি ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সবাই নদীতে ঝাঁপিয়ে পড়ে অন্য একটি মাছের ট্রলারে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

এদিকে জীবিত উদ্ধার হওয়া ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ফারহানা বিনতে মমিন, ইসমত আরা, মো. তারেক, ফাতেমা খাতুন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা।

ট্রলার দুর্ঘটনার বিষয়ে হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। অনেকে উদ্ধার হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। নৌবাহিনীর একটি দল, কোষ্টগার্ডের একটি দল ও নৌপুলিশ উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।’ বৈরী আবহাওয়ায় ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।

আরও পড়ুন

×