আবার কুমার নদে বালু উত্তোলন

ফাইল ছবি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২৫ | ২৩:৩০
ফরিদপুরের সালথায় কুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে আবারও বালু তোলা হচ্ছে। এতে কোটি টাকার সেতু ঝুঁকিতে পড়েছে। নদের পাড় ভেঙে পড়ার শঙ্কাও করছেন স্থানীয়রা।
উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া মিয়াপাড়া এলাকায় কুমার নদের ওপর নতুন সেতুর নিচ থেকে এই বালু তোলা হচ্ছে। নিজ নির্বাচনী এলাকা সালথায় কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। গত ২৬ এপ্রিল উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে আয়োজিত সমাবেশে তাঁর দেওয়া এ হুঁশিয়ারিকে উপেক্ষা করে ফের কুমার নদ থেকে বালু তুলছে একটি প্রভাবশালী মহল।
গতকাল শনিবার দুপুরে যদুনন্দী ইউনিয়নে গিয়ে দেখা যায়, খারদিয়া নতুন সেতুসংলগ্ন কুমার নদের দক্ষিণ তীরে নাছির হোসেন নামে ড্রেজার ব্যবসায়ী অবাধে বালু তুলছেন। তিনি জানান, কথিত এক সাংবাদিকের মাধ্যমে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে বালু তোলা হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রভাবশালী চক্র এ নদের বিভিন্ন অংশে ড্রেজার বসিয়ে গভীর গর্ত করে বালু তুলছে। এতে নদের তলদেশ নিচু হয়ে যাচ্ছে এবং পানির স্রোতের ধাক্কায় দুই পাড়ের মাটি ধসে পড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বালু উত্তোলনের ফলে নদের ওপর নির্মিত নতুন সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
পরিবেশবাদীরা বলছেন, কুমার নদ সালথার প্রাণ। এই নদ যদি ভেঙে পড়ে, তাহলে কেবল একটি সেতু নয়, পুরো অঞ্চল পরিবেশগত ও অর্থনৈতিকভাবে সংকটে পড়বে। এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলেন। কুমার নদ থেকে বালু তোলা বন্ধে যত দ্রুত সম্ভব অভিযান পরিচালনা করা হবে।
- বিষয় :
- বালুদস্যু