ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ধানক্ষেতে দুই ঘণ্টা আটকে ছিল হেলিকপ্টার

ধানক্ষেতে দুই ঘণ্টা আটকে ছিল হেলিকপ্টার

তুমুল বৃষ্টির মধ্যে ধানক্ষেতে অবতরণ করে এই হেলিকপ্টারটি। শনিবার বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ছেনাইল চক এলাকায় সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ০১:০৫

ঢাকার ধামরাইয়ে বৃষ্টির মধ্যে জরুরি অবতরণ করা একটি হেলিকপ্টার ধানক্ষেতের কাদা-পানিতে আটকে ছিল প্রায় দুই ঘণ্টা। গতকাল শনিবার বিকেলে রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকে এ ঘটনা ঘটে।
রোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ৩টার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় একটি হেলিকপ্টার রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকের একটি ধানক্ষেতে জরুরিভাবে নেমে পড়ে। এ সময় হেলিকপ্টারটি কাদা-পানিতে দেবে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক লোক হেলিকপ্টারটি দেখতে ভিড় জমায়। 
তিনি আরও বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর বিকেল ৫টার দিকে পাইলট হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যান। তবে এটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
হেলিকপ্টার দেবে যাওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিকেলেই ছড়িয়ে পড়ে। এতে কাউকে কাউকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে ডিজেলের গন্ধ পাওয়া গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি বলেন, হেলিকপ্টার দেবে যাওয়ার বিষয়টি কেউ তাঁকে জানায়নি।

আরও পড়ুন

×