টুংটাং শব্দে মুখর কামারপল্লি

ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মির্জাপুরের কামারপল্লিতে সমকাল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ০১:০৯ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১১:৫১
ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে মির্জাপুরের কামারপল্লি। কোরবানির কাজে ব্যবহারের জন্য দা, চাকু, চাপাতি, ছুরি বানানো ও শান দেওয়ার কাজ করছেন তারা।
মির্জাপুর উপজেলা সদরে, পাকুল্যা, গুণটিয়া, মাঝালিয়া, ভাতগ্রাম, ফতেপুর, আজগানা, বাঁশতৈল, উয়ার্শী, ভাওড়াসহ বিভিন্ন এলাকার হাট-বাজারে কামারশালায় ব্যস্ততা দেখা গেছে। চলছে কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ। এ ছাড়া চলছে বিভিন্ন সরঞ্জামে শান দেওয়ার কাজ।
কামাররা জানান, বছরের ১১ মাস কোনোরকম টিকে থাকলেও কোরবানির সময় ব্যস্ত হয়ে পড়েন কামারপল্লির কারিগররা। বিক্রি ও শান দিয়ে প্রতিদিন তারা তিন থেকে চার হাজার টাকার মতো আয় করছেন।
উপজেলা সদরের কামারপল্লির কারিগর বিপ্লব সরকার জানান, ঈদ ঘনিয়ে আসছে বলে তাদের কাজের চাপ আগের চেয়ে বেড়ে গেছে। নতুন বানানোর চাইতে পুরোনো সরঞ্জামে শান দেওয়ার কাজই বেশি হচ্ছে। তিনি বলেন, কাস্তে শান দিতে ৪০ টাকা, দা ৮০ থেকে ১০০ টাকা, চাপাতি ১০০ থেকে ১২০ টাকা এবং বড় ছুরি ১০০ টাকা করে নেওয়া হয়। এ ছাড়া এসব সরঞ্জাম নতুন করে বানাতে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকীর ভাষ্য, আগে কামারপল্লির কারিগরদের অবস্থা অনেক ভালো ছিল। সারাবছর তাদের কাজ থাকত। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়নে তাদের এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। কোরবানির ঈদ সামনে রেখে তারা যে পরিমাণ উপার্জন করেন তাই দিয়েই বছরের অন্য সময়টা কোনোরকম পার করে পেশা টিকিয়ে রাখছেন।