বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ১০ দিন বন্ধ

ফাইল ছবি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০০:৩৮
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন। সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই এ ঘোষণা দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে দু‘দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। তবে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দু‘দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের ঘোষণা মোতাবেক আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুন রোববার থেকে যথা নিয়মে বন্দরের কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, ঈদ উপলক্ষে কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে চলে যাবেন। অনেক আমদানি-রপ্তানিকারক ও তাদের কর্মচারীরা ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে যাবেন। তারা কর্মস্থলে ফিরে না আসা পর্যন্ত বন্দর থেকে কোনো পণ্য খালাস হবে না।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্ট যাত্রী যাতায়াত।
- বিষয় :
- বেনাপোল স্থলবন্দর
- আমদানি-রপ্তানি বন্ধ