ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টাঙ্গাইল

ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, বাবা ও দুই ছেলে নিহত

ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, বাবা ও দুই ছেলে নিহত

মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১১:০৬ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১২:১৮

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার কামারচর গ্রামের আমজাদ হোসেন ও তার দুই ছেলে অতুল ও রাতুল। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা থেকে একই পরিবারের ৭-৮ জন সদস্য মাইক্রোবাসযোগে শেরপুর যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পিতা ও তার দুই পুত্র মারা যান। আহত হন চারজন।

আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×