পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

চিন্ময় কৃষ্ণ দাস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২২:৫০
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অসুস্থতার কারণ উল্লেখ করে চিকিৎসার জন্য চিন্ময়ের জামিন আবেদন করা হয়।
আসামি চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ঘোষ বলেন, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আইনজীবী আলিফ হত্যা, পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাঁচ মামলায় তাঁর জামিন চেয়েছিলাম। ঘটনার সময় তিনি জেলে ছিলেন; কোনোভাবেই এ ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। বর্তমানে তিনি লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত। এ অবস্থায় তাঁর উন্নত চিকিৎসায় জামিন প্রয়োজন। আমরা উচ্চ আদালতে যাব।
গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। পরে ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এর পর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় তাঁকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পর তিনি কারাগারে রয়েছেন।
- বিষয় :
- চিন্ময় কৃষ্ণ দাস
- আদালত