ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ভাঙ্গায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ভাঙ্গায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

.

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ০৮:১৬ | আপডেট: ০৪ জুন ২০২৫ | ১০:০১

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ডে একটি অটোরিকশা এবং মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।

আরও পড়ুন

×