ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খুলনায় আ'লীগের মিছিলের পর আটক ১৩

খুলনায় আ'লীগের মিছিলের পর আটক ১৩

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২০:০৬

খুলনায় মিছিল করার পর আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে খুলনার নিজখামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতদের মধ্যে বড় কোনো নেতা নেই।

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ‘দুপুরে নিজখামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়ে যান। তাকে আটকের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। অন্য ১২ জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ‘

আরও পড়ুন

×