ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দৌলতদিয়ায় গাড়ির চাপ থাকলেও ভোগান্তি নেই

দৌলতদিয়ায় গাড়ির চাপ থাকলেও ভোগান্তি নেই

দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল। বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট থেকে তোলা। ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ১৭:১৪ | আপডেট: ০৫ জুন ২০২৫ | ১৭:৪৮

ব্যস্ততম দৌলতদিয়া ঘাট দিয়ে এই ঈদে নির্বিঘ্নে পারাপার হচ্ছে সব ধরনের যানবাহন। ঘরমুখো যাত্রীদের ঢল ও গাড়ির চাপ থাকলেও ভোগান্তি তেমন নেই।

তবে যানবাহন পারাপারের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে পশুবোঝাই ট্রাক। নৌরুটের ফেরি বহরে পর্যাপ্ত ফেরি থাকায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নেই ঘরে ফিরতে পারছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, নদীতে পানি বাড়তে শুরু করেছে। তাছাড়া বর্তমানে বৈরী আবহাওয়ায় বাতাস বইছে, যে কারণে ফেরিগুলো নদী পারাপার হতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগছে। তবে কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই প্রতিটি যানবাহন গন্তব্যে যেতে পারছে।

আরও পড়ুন

×