ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বাগেরহাটে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

বাগেরহাটে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৫ | ০২:১৩

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর ও মাসুম চৌধুরীর লোকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আজিজুল চৌধুরী মোল্লাহাট উপজেলা সিংগাতি গ্রামের মোশারফ চৌধুরীর ছেলে। আহতদের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর লোকদের সাথে তার ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীদের জমিজমা ও আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে আজিজুল চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আজিজুল এরশাদ চৌধুরীর পক্ষের লোক বলে জানা গেছে।

ওসি আরও জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন

×