ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

করোনা ভাইরাস: চট্টগ্রাম বিমানবন্দরে বসানো হয়েছে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট

করোনা ভাইরাস: চট্টগ্রাম বিমানবন্দরে বসানো হয়েছে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট

বিমানবন্দরেরে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনের প্রবেশস্থলে বসানো হয়েছে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৫ | ০০:০২

প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এরই মধ্যে বিমানবন্দরে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিক্যাল টিম থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে বিদেশ থেকে আসা যাত্রীদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা করেছে। বিমানবন্দরে টারমিনালের স্পর্শকাতর জায়গাগুলোতে সকলের জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরিভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×