ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে খালে চামড়া ফেলে হালদা নদী দূষণের অভিযোগ

পরিবেশ অধিদপ্তরের মামলা

চট্টগ্রামে খালে চামড়া ফেলে হালদা নদী দূষণের অভিযোগ

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৫ | ২২:০৬

ঈদুল আজহার পরের দিন চট্টগ্রামের ফটিকছড়ির তেরপারী ব্রিজের ওপর থেকে প্রায় ৫০০ চামড়া তেরপারী খালে ফেলার ঘটনায় মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার তেরপারী খাল ও ব্রিজ এলাকা পরিদর্শন শেষে পরিবেশ দূষণের  জন্য এ মামলাটি দায়ের করা হয়। এজাহারে চামড়া পচে হালদা নদী দূষণের অভিযোগ তুলে ধরা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, ৮ জুন চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রাকে করে কোরবানির পশুর অবিক্রীত চামড়া এনে এই খালে ফেলেন। 

তিনি জানান, তেরপারী খালের সঙ্গে মিলিত রয়েছে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। এ নদী থেকে সরাসরি মাছের ডিম সংগ্রহ করা হয়। চামড়া ফেলায় এ নদী দূষণের কবলে পড়ার শঙ্কা রয়েছে। ঘটনার দিন অর্থাৎ ঈদের পরের দিন ৮ জুন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুমানিক ৬০০-৭০০ পিস চামড়া খাল থেকে তুলে  গর্তে  পুঁতে ফেলেন। তবে কারা এ কাজ করেছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

×