আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ২০:১৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাজিরটেক গ্রামে আব্দুর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১১) ও আব্দুর রহমানের ভাগ্নী ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত জাহান (১২)।
নিহতদের পরিবার সূত্র জানিয়েছে, বিকেল ৩টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় খাদিজা ও ইসরাত। ঘণ্টা খানেক পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে খাদিজার মরদেহ দেখতে পায়। ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন এসে ইসরাতের মরদেহও উদ্ধার করে।
স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানায়, মেয়ে দুইটি ঢাকায় পড়ালেখা করে। ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকায় আসে তারা।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- মাদ্রাসাছাত্রী