ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি

কুমিল্লা ও মুরাদনগর প্রতিনিধি 

প্রকাশ: ১১ জুন ২০২৫ | ২২:২১

কুমিল্লায় চাচা শ্বশুর গরম পানি দিয়ে স্বপ্না আক্তার নামে গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বেনিখলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্বপ্না আক্তার প্রবাসী নাছির উদ্দিন মোল্লার স্ত্রী। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন চাচা শ্বশুর আবদুল কুদ্দুস মোল্লা। 

স্বপ্নার স্বজনরা জানান, স্বপ্না আক্তারের স্বামী নাছির উদ্দিন মোল্লা সৌদি আরবে থাকেন। বুধবার সকালে নিজ বাড়ির উঠানে ভাত রান্না ও গরুর জন্য পানি গরম করছিলেন স্বপ্না। চুলার ধোঁয়া তাদের ঘরে যাচ্ছে এমন অভিযোগ তুলে স্বপ্নার কাছে গিয়ে তাঁর শ্বশুর আবদুল খালেক মোল্লাকে গালাগালি করতে থাকেন চাচা শ্বশুর আবদুল কুদ্দুস মোল্লা। তখন প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে চুলায় বসানো গরম পানি স্বপ্নার শরীরে ঢেলে দেন। বাড়ির লোকজন সংকটাপন্ন অবস্থায় স্বপ্নাকে প্রথমে দেবিদ্বার উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়।

স্বপ্নার সঙ্গে থাকা তাঁর ভগ্নিপতি জসিম উদ্দিন সবুজ মোবাইল ফোনে জানান, স্বপ্নার শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে, যন্ত্রণায় ছটফট করছেন। নুসরাত আক্তার (৭) ও জিহান মোল্লা (৩) নামে দুটি সন্তান রয়েছে স্বপ্নার। 

স্বপ্নার শাশুড়ি ফিরোজা বেগম বলেন, ‘কুদ্দুস মোল্লা আমার ভাসুর। রান্নাঘরের চুলার ধোঁয়া তাদের ঘরে নাকি ঢুকে, এ নিয়ে আমাদের সঙ্গে বিরোধ। এ বিষয় নিয়ে আরও কয়েকবার কথা-কাটাকাটি হয়। এমন তুচ্ছ ঘটনা নিয়ে গরম পানি ঢেলে আমার ছেলের বউয়ের শরীর জ্বালিয়ে দিবে তা ভাবতেও পারিনি।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবদুল কুদ্দুস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কল দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন কল রিসিভ করেননি।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর আবদুল কুদ্দুস মোল্লা পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×