পার্কের ওয়াচ-টাওয়ার থেকে লাফ, ছাত্রদল কর্মীর মৃত্যু

ইমতিয়াজ হোসেন আকুল মিয়া
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ০৭:২৩
জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে সুইমিংপুলে লাফ দেওয়ার ঘটনায় ইমতিয়াজ হোসেন আকুল মিয়া নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সাতপোয়া এলাকায় স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।
নিহত আকুল মিয়া সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌর ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাতপোয়া এলাকার স্বপ্নীল পার্কে ঘুরতে যান আকুল মিয়া। ঘোরাফেরার এক পর্যায়ে বন্ধুদের অগোচরে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফ দেন তিনি। পরে বন্ধুরা খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পার্কের ওয়াচ-টাওয়ারের কাছে সুইমিংপুলে খোঁজ নেন। এ সময় পানিতে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পার্কের মালিক রহুল আমিন সেলিম জানান, পার্কে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়। নিয়ম ভঙ্গ করে এভাবে পানিতে লাফ দেওয়া ঠিক হয়নি। তিনি বলেন, ‘নিহত আকুলের বড় ভাই আমার পার্কে কমর্রত আছেন। তবে ঘটনার সময় আমি ছিলাম না। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।’
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘আকুল মিয়া ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ঘটনার বিষয়ে দেরিতে সংবাদ পেয়েছেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।