ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে দুই মহল্লায় সংঘর্ষ: যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭

সিরাজগঞ্জে দুই মহল্লায় সংঘর্ষ: যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭

.

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ২৩:৫৯

সিরাজগঞ্জ জেলা সদরের ভাঙাবাড়ি ও সর্দারপাড়া মহল্লায় সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযানে ১৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার বিকেল থেকে রাত দশটা পর্যন্ত অভিযানে তারা আটক হন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ শুক্রবার রাত ১১টায় বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

আধিপত্য বিস্তার ও প্রভাব ধরে রাখতে জেলা সদরের ভাঙ্গাবাড়ী ও সর্দারপাড়ায় গত ৩ দিন ধরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ফলে ওই এলাকায় জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেয়। এলাকায় শান্তি রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরুদ্ধারে যৌথ অভিযানের ১৭ জন গ্রেপ্তার হলেও এখনও উল্লেখিত দুই মহল্লায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ জানান, সেনা নিয়ন্ত্রিত যৌথ বাহিনীর অভিযানে ১৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বেশকিছু দেশীয় অস্ত্র, হেলমেট, লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×