কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে হুন্ডির ২৮ লাখ টাকা উদ্ধার

.
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০৪:৫১
কুমিল্লায় বিজিবির অভিযানে হুন্ডির ২৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। কুমিল্লা-১০ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাতে জেলার সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার বিজিবির পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণপুর নামক স্থানে বাংলাদেশি নগদ টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচারকালে ফোরকান উদ্দিনকে (৩৫) আটক করে। এ সময় তার কাছ থেকে হুন্ডির ২৮ লাখ টাকা এবং ৩০ হাজার টাকা দামের ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ফোরকান জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভুমি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় একটি সুত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হুন্ডির মাধ্যমে ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে হুন্ডির টাকা পাচার করতে দুই দেশের সীমান্তে বেশ কিছু সিন্ডিকেট সক্রিয় আছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মহিনুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতের টাকা পাচারের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।