ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যমুনা সেতুর পূর্বপ্রান্তে ৩০ কিলোমিটার থেমে থেমে চলছে গাড়ি

যমুনা সেতুর পূর্বপ্রান্তে ৩০ কিলোমিটার থেমে থেমে চলছে গাড়ি

যমুনা সেতুর পূর্বপ্রান্তে ঢাকাগামী গাড়ির ভিড়। ছবি: সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ২০:০১ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ২০:০২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোল চত্বর থেকে করটিয়া পর্যন্ত থেমে থেমে যানবাহন চলছে। আজ শনিবার ভোর থেকে কয়েকটি ছোট ছোট সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

এদিকে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড়ে প্রায় ১৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আজ শনিবার ভোর পৌনে ৬টা থেকে বাড়তে থাকে যানবাহনের চাপ। ঝাউল ওভারব্রিজের অদূরে এনডিপি অফিসের সামনে আমবোঝাই ট্রাকসহ কয়েকটি যানবাহন বিকল হলে এ যানজট তৈরি হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এছাড়া গভীর রাতে যমুনা সেতুর ওপর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলতি গাড়ি রেকার দিয়ে সরাতে কিছুটা সময় লাগে। এ সময় হাজার হাজার গাড়ির গতি থেমে যায়। এছাড়াও টোল আদায়ে ধীর গতির কারণে যানবাহনের সারি বেড়ে যায়। সেতুর পূর্বপ্রান্তের গোল চত্বর থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ থেমে থেমে যানবাহন চলছে। 

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ জানান, সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও সারা রাত সেতু দিয়ে যানবাহন ধীর গতিতে চলাচল করে। সকাল হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আবার এলেঙ্গা, শহর বাইপাস রাবনা ও করটিয়ার করাতিপাড়ায় আজ দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনার কারণে যানবাহনের স্বাভাবিক গতি আবার থেমে যায়। মহাসড়কে কোথায় যানবাহনের স্বাভাবিক গতি থাকলেও আবার কিছুদূর গিয়েই গতি থেমে যাচ্ছে। তবে উত্তরবঙ্গের দিকে স্বাভাবিক গতিতেই যানবাহন চলছে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে যানবাহন ধীরগতিতে ঢাকার দিকে যাচ্ছে। তবে যানজট নেই। যানজট যাতে না হয়; সেজন্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুন

×