ইঞ্জিন বিকল, মাঝপথে সাড়ে ৩ ঘণ্টা আটকা কক্সবাজার এক্সপ্রেস

ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ২৩:২৭
ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা পর সচল হয়েছে। রোববার বিকেল ৫টায় ট্রেনটি নতুন ইঞ্জিন লাগিয়ে ইসলামাবাদ স্টেশন থেকে ছেড়ে যায়। দীর্ঘ সময় বিকল হয়ে থাকায় ভোগান্তিতে পড়েন ট্রেনটির আট শতাধিক যাত্রী।
ইসলামাবাদ স্টেশনের মাস্টার মোহাম্মদ কাইয়ুম বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌনে ১টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ২৩টি বগিতে আট শতাধিক যাত্রী ছিলেন।
তিনি বলেন, কক্সবাজার স্টেশনে কোনো ধরনের রিলিফ ট্রেন বা লোকোশেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। একটি নতুন ইঞ্জিন নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনে পৌঁছায় বিকেল ৪টার পর। পরে নতুন ইঞ্জিন লাগিয়ে বিকেল ৫টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ইসলামবাদ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
- বিষয় :
- ইঞ্জিন