ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাঁদাবাজির অভিযোগে দোকান বন্ধ, সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে দোকান বন্ধ, সড়ক অবরোধ

গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড এলাকায় সোমবার মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ০০:০৮

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন অন্য ব্যবসায়ীরা। এ সময় বন্দরের দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বরিশাল-ঢাকা মহাসড়কও অবরোধ করেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 
বন্দরের চাল-মুদির আড়তদার কালাচান মণ্ডলের অভিযোগ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস সিকদার রেজাউল করিম তাঁর কাছে কিছুদিন আগে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। রোববার ওই টাকার জন্য এক সহযোগীকে পাঠান তিনি। সোমবার বেলা ১১টার দিকে রেজাউল কয়েকজনকে নিয়ে ওই টাকা দাবি করেন। না দিলে মারধরের হুমকি দেন। 
এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রেখে বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদাবাজির প্রতিবাদে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে তারা টরকী বাসস্ট্যান্ডে পৌঁছে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। 
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন সিকদার রেজাউল করিম। তাঁর ভাষ্য, কালাচান মণ্ডলের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ঝুরগাঁও গ্রামে। সেখানে একটি জমি নিয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও কালাচান ১৫-১৬ দিন আগে মীমাংসার জন্য তাঁর (রেজাউল) কাছে আসেন। রেজাউল দাবি করেন, ‘আমি (বিরোধ) মীমাংসা করে দেই। ইতোমধ্যে সে (কালাচান) ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পাওনা টাকার কিছু ফেরত দিয়েছেন। বাকি টাকার জন্য লোক পাঠালে তিনি টালবাহানা করেন। আজ (সোমবার) সকালে আমি টাকা চাইতে গেলে চাঁদাবাজির অপবাদ দেন।’
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সিকদার রেজাউল করিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন

×