নীলাদ্রি লেকে পর্যটকের ভিড়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাউসবোট ও দেশি নৌকায় নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সেখানে ছুটে আসেন শত শত পর্যটক সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ০০:২৮
তাহিরপুর উপজেলার নীলাদ্রি লেকে পর্যটকের ভিড় বাড়ছে। হাউসবোট ও দেশি নৌকায় লেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত পর্যটক সেখানে ছুটে আসছেন। পর্যটকের আগ্রহে পরিপূর্ণ পর্যটন স্পট হিসেবে ডানা মেলছে নীলাদ্রি লেক।
ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার
উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাটে নীলাদ্রি লেকের অবস্থান। ট্যাকেরঘাট পরিত্যক্ত চুনাপাথর কোয়ারি খনিতে গড়ে ওঠে লেক। স্থানীয়দের কাছে এটি শহীদ সিরাজ লেক হিসেবে পরিচিত। পরে নীলাদ্রি লেক হিসেবে দেশব্যাপী পর্যটকের কাছে পরিচিতি হয়ে ওঠে।
অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ বিন্দাসের অ্যাডমিন রেদওয়ান খান দাবি করেন, তিনিই ২০১৩ সালে সর্বপ্রথম এ লেকটির নাম নীলাদ্রি দিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পরে একাধিক পত্রিকায় নীলাদ্রি লেক হিসেবে সংবাদটি ছাপা হওয়ায় লেকটি নীলাদ্রি পরিচিতি পায়।
উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা দিলশাদ মিয়া বলেন, প্রতি বছরই নীলাদ্রি লেকে পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটক বাড়ায় এখানে স্থানীয় অনেকের কর্মসংস্থান হচ্ছে।
সম্প্রতি নীলাদ্রি লেক পাড়টি আরও নান্দনিক আরও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে তাহিরপুর উপজেলা প্রশাসন নীলাদ্রি লেক পাড়ে নানা প্রজাতির বৃক্ষরোপণ করেছে।
ইউএনও মো. আবুল হাসেম বলেন, লেকটি আরও নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে এক হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। সেখানে পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পর্যটন