ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চবি উপাচার্য করোনা আক্রান্ত

চবি উপাচার্য করোনা আক্রান্ত

অধ্যাপক ড. শিরীণ আখতার -ফাইল ছবি

চবি সংবাদদাতা

প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ১০:৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার পরিবারের চারজন সদস্যসহ উপাচার্য বাংলোর দুই কেয়ারটেকারও আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের বিষয়টি জানা যায়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান সমকালকে বলেন, ‘কয়েকদিন আগে উপাচার্য ম্যামের জ্বর এলে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য উনার ও উনার পরিবারের সদস্যদের নমুনা নেওয়া হয়। পরীক্ষার ফলাফলে উনিসহ পরিবারের পাঁচ সদস্যের করোনাভাইরাস সংক্রমণ পজেটিভ আসে। এছাড়া উনার বাংলোর দুই কেয়ার টেকারেরও পজেটিভ আসে। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। উপাচার্যসহ পরিবারের সবাই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা ছড়িয়ে পরার পর থেকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাংলোতে অবস্থান করছিলেন।’

প্রসঙ্গত, উপাচার্য দপ্তরের এক কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের ১৩ কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর  গত ৪ জুলাই থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×