শপিং ব্যাগে মিলল নবজাতকের অর্ধগলিত মরদেহ

প্রতীকী ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১৭:৫১
সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনের পাশে শপিং ব্যাগে মোড়ানো এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে জামতৈল বটতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, জামতৈল বটতলা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে এক পথচারী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর পলিথিনের ব্যাগে মুড়িয়ে মরদেহটি কে বা কারা রাস্তার পাশে নির্জন স্থানে ফেলে রেখে গেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- নবজাতক
- মরদেহ উদ্ধার