ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

যশোরে করোনায় একজনের মৃত্যু, কিট সংকটে কোভিড পরীক্ষা বন্ধ 

যশোরে করোনায় একজনের মৃত্যু, কিট সংকটে কোভিড পরীক্ষা বন্ধ 

যশোর অফিস

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ২২:২০

যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে বুধবার সকালে তিনি মারা যান। ২০২২ সালের পর যশোরে করোনায় মৃত্যুর ঘটনা এটাই প্রথম। আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।

এদিকে নতুন করে করোনার প্রকোপ বাড়লেও যশোরে কোভিড পরীক্ষা বন্ধ রয়েছে। কিট সরবরাহ না থাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আরটিপিসিআর ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হলেও সেখানে চালু করা যায়নি কোভিড পরীক্ষা।

যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল ইসলাম তুহিন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর বিষয়ে জানান, কিডনিজনিত রোগে তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়।

মৃতের ভাতিজা মোবারক হোসেন বলেন, পেটের ব্যথার কারণে ৫ জুন যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আমির হোসেনকে মডেল ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে আইসিইউতে স্থানান্তর করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে ডাক্তার করোনা পরীক্ষার পরামর্শ দিলে দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান।

তিনি জানান, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।

কিটের অভাবে কোভিড পরীক্ষা বন্ধ: এদিকে কিটের অভাবে যশোরে কোভিড পরীক্ষা বন্ধ থাকায় বেসরকারি ক্লিনিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টই এখন একমাত্র ভরসা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে কিট সরবরাহের জন্য বলা হয়েছে। সেটা পাওয়া গেলে তারা ল্যাবে কোভিড পরীক্ষা শুরু করতে পারবেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, করোনা পরীক্ষার কিছু কিট রয়েছে কিন্তু সেগুলো মেয়াদোত্তীর্ণ। কিটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দুই-একদিনের মধ্যে দুই হাজার কিট হাতে পাওয়া যেতে পারে।  

সরকারিভাবে যবিপ্রবি’র আরটিপিসিআর ল্যাবে ২০২৩ সালের ২১ জুলাই পর্যন্ত যশোরসহ এ অঞ্চলের সাত জেলার ১ লাখ ৬ হাজার ৩২৬টি কোভিড নমুনা টেস্ট করা হয়। এর মধ্যে ২২ হাজার ৭৯৯টি পজিটিভ ছিল। 

আরও পড়ুন

×