সংবাদ সম্মেলনে অভিযোগ
যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানকে অস্বীকার

ম্যাপ
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ১৭:৫৫
জয়পুরহাটের আক্কেলপুরে যৌতুক না পেয়ে স্ত্রী সন্তানকে অস্বীকার করেছেন রাসেল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে ভুক্তভোগী রাজিয়া সুলতানা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
অভিযুক্ত রাসেল হোসেন বদলগাছী উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা। এ দম্পতির আড়াই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, একটি এনজিও’র প্রশিক্ষণে রাসেলের সঙ্গে রাজিয়ার পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রশিক্ষণ শেষে রাজিয়া বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেন। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। রাসেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। কিছু দিন পর রাসেল তার স্ত্রীকে চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসতে বলেন। সেখানে যাওয়ার পর রাসেল গত রমজান মাসে রাজিয়াকে তার বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দিতে বলেন। টাকা এনে দিতে অস্বীকার করলে রাসেল ক্ষিপ্ত হয়ে রাজিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এক পর্যায়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে রাসেল হোসেন বলেন, ‘দেনমোহর পরিশোধ করে রাজিয়া সুলতানাকে তালাক দিয়েছি। তবে মেয়েকে অস্বীকার করিনি। তাকে আমার কাছে রাখতে চাই। এজন্য আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রাজিয়া সুলতানার দাবি, রাসেল সত্য বলছেন না। তিনি তালাক বা দেনমোহর দেননি। ঔরসজাত সন্তানকেও অস্বীকার করেছেন। এটি আত্মীয়স্বজনসহ সবাই জানে।
- বিষয় :
- জয়পুরহাট