ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রামেক হাসপাতালের বাথরুমে পড়ে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু 

রামেক হাসপাতালের বাথরুমে পড়ে চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু 

ছবি: ফাইল

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২০:৩০

করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন মনসুর রহমান (৬৫) নামের এক রোগী বাথরুমে পড়ে গিয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের বাথরুমে পড়ে গিয়ে তিনি মারা যান। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তি হার্ট এটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মনসুর রহমান অসুস্থ হয়ে গত ৯ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। অসুস্থতার লক্ষণ দেখে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। এরপর ১৬ জুন তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। তার শ্বাসকষ্ট ছিল, অক্সিজেন প্রয়োজন হচ্ছিল। তবে তার শারিরিক অবস্থা খুব একটা খারাপ ছিলো না, বরং উন্নতিই হচ্ছিলো।

তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে যান বাথরুমে। এরকম রোগীকে আমরা বাথরুমের দরজা বন্ধ না করার জন্যই বলি। কিন্তু তিনি দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই তিনি বাথরুমে পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কোন সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে দরজা ভেঙে মনসুর রহমানকে উদ্ধার করে। ততক্ষণে তিনি মারা যান।

আরও পড়ুন

×