ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

রামুতে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা কারাগারে

রামুতে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা কারাগারে

অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা মুবিনুর রহমান রুবেল। ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২২:১১ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ২৩:৪৪

কক্সবাজারের রামুর যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝির কাটার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নূরুল আলমের ছেলে এবং গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

মোহাম্মদ ফরিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে রুবেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি ও আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, একটি কার্তুজ, আটটি ধারালো দা, দুটি হাতুড়ি এবং দুটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মুবিনুর রহমান রুবেলের নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ সশস্ত্র গ্রুপ বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ করে আসছে। সম্প্রতি  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুবেলকে খুঁজতে শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর রুবেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন

×