ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডাকাতির সময় গাড়িচাপায় নিহত ১ ডাকাত সদস্য, হামলায় প্রাণ গেল অটোরিকশাচালকের

ডাকাতির সময় গাড়িচাপায় নিহত ১ ডাকাত সদস্য, হামলায় প্রাণ গেল অটোরিকশাচালকের

শ্রীপুর মডেল থানা- ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫ | ১৭:৩০ | আপডেট: ২০ জুন ২০২৫ | ১৮:৩৮

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী গাড়ি থামিয়ে ডাকাতির সময় চলন্ত গাড়ির চাপায় ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় ডাকতদের হামলায় সিএনজিচালিত এক অটোরিকশাচালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার দেড়টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর গজারি বনের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম আবুল কালাম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

আর নিহত ‘ডাকাত সদস্যের’ নাম হানিফ মিয়া (২০)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর পানান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদননআব্দুল বারিক সমকালকে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সিএনজিচালিত অটোরিকশাচালক ও ১ ডাকাত সদস্য মারা গেছে।

তিনি বলেন, এ ঘটনায় চার ডাকাতকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×