ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা মারা গেছেন

সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা মারা গেছেন

মামুন রেজা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৫ | ২৩:২০ | আপডেট: ২১ জুন ২০২৫ | ০১:৩৩

সমকালের খুলনা ব্যুরোপ্রধান মামুন রেজা মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় খুলনা সদরের তারের পুকুর মোড় এলাকার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী গভীর শোক প্রকাশ করেছেন।

মামুন রেজা শুক্রবার রাতে নিজ বাসবভনে হঠাৎ অসুস্থ হয়ে নিস্তেজ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

মামুন রেজা চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। চারবার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের দু’বারের সভাপতি। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে খুলনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার রাত সোয়া ১২টায় খুলনা সদরের জাতিসংঘ শিশু পার্কে মামুন রেজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাত সোয়া ১২টায় খুলনা সদরের জাতিসংঘ শিশু পার্কে মামুন রেজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার জেলার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে ব্রহ্মগাতী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

ছাত্রজীবনেই সাংবাদিকতা শুরু করেন মামুন রেজা। ১৯৯৬ সালে খুলনার স্থানীয় সংবাদপত্র দৈনিক জন্মভূমিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। এরপর কাজ করেন আজকের কাগজে। পরে যুগান্তরের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার ছিলেন। ২০০৫ সালে সমকালের যাত্রা শুরু থেকে খুলনা ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরও পড়ুন

×