ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সংস্কার নেই সেতুর, ধসে না পড়লে নজর দেওয়া মানা

সংস্কার নেই সেতুর, ধসে না পড়লে নজর দেওয়া মানা

ছাতকের নোয়ারাই ভায়া জোড়াপানি-নরসিংপুর সড়কের মৌলা খালের ওপর অবস্থিত সেতুর ধসে পড়া অংশ সমকাল

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ২৩:৪৭

সড়ক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বিভিন্ন এলাকার সেতুগুলো। বিপত্তি না ঘটা পর্যন্ত যেন এসবের তদারকি করা মানা। এতে করে স্থানীয়দের কতটা বিড়ম্বনায় পড়তে হয় তার উদাহরণ ছাতক উপজেলার নোয়ারাইয়ের দুর্ভোগ।
সম্প্রতি নোয়ারাই ভায়া জোড়াপানি-নরসিংপুর সড়কের মৌলা খালের ওপর অবস্থিত সেতুটি হঠাৎ ধসে পড়েছে; যার ফলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পরস্পরের সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে দুটি উপজেলার ৩টি ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, এসব স্থাপনা দুর্বল হয়ে এলেও নজর দেয় না কর্তৃপক্ষ। কাজ করার সময় করে অনিয়ম। পরে ডেকেও পাওয়া যায় না। একটি দুর্ঘটনা ঘটার পর সবাই খুব তৎপর। আরও অন্তত দুই থেকে তিনটি সেতু আছে এই সড়কে; যার মধ্যে একটি বেশি ঝুঁকিপূর্ণ। সময় থাকতে সংস্কার করা হলে বড় সমস্যা হয় না।
জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, জরুরি ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে মৌলা খালে অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে। দুর্ঘটনার আগে কেন এসব নিয়ে কাজ করা হয় না, সে ব্যাপারে পরিষ্কার কোনো উত্তর পাওয়া যায়নি সংশ্লিষ্ট পর্যায় থেকে।
জানা যায়, ছাতক উপজেলার নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষ নানা প্রয়োজনে প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। দুটি উপজেলার বালু-পাথরমহালসহ ব্যবসায়িক গুরুত্বপূর্ণ এলাকা এই সড়কের মাধ্যমে সংযুক্ত রয়েছে। হঠাৎ সেতু ভাঙার কারণে ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে। এতে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
১০ জুন রাতে হঠাৎ করে সেতুর একাংশ ভেঙে যাওয়ার পর থেকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে এই সড়কে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। দুটি উপজেলার কয়েক হাজার মানুষ পড়েছেন ব্যাপক দুর্ভোগে। স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াতে ভোগান্তির মুখে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে এই এলাকার শিক্ষার্থীরা। নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদসহ বেশ কয়েকজন নেতা ও ব্যবসায়ী সেতু ভেঙে যাওয়ায় বাড়ি ফিরতে না পেরে গত এক সপ্তাহ ধরে ছাতক শহরে অবস্থান করছেন।
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতকের উত্তরাঞ্চল গুরুত্বপূর্ণ ব্যবসায় কেন্দ্র। এই সেতু ভেঙে যাওয়ায় কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে পরিস্থিতি আরও জটিল হবে। 
ছাতক উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি-নরসিংপুর সড়কের মৌলা গ্রামের ধসে পড়া ব্রিজটি বৃহস্পতিবার পরিদর্শন করেছেন। সাময়িক সড়ক যোগাযোগ স্থাপনে কাজ চলছে।
এদিকে, একই সড়কের আরও কয়েকটি সেতু নিয়ে কথা বলেছেন স্থানীয়রা। তারা বলছেন, উপজেলার নোয়ারাই ভায়া জোড়াপানি-নরসিংপুর সড়কে বর্তমানে রওয়াইল বিলসংলগ্ন জোড়াপানি পয়েন্টে অবস্থিত ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটি দু’পাশের অ্যাপ্রোচ দুর্বল অবস্থায় থাকায় এটিও যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা প্রবল। এ ছাড়া এই সড়কে নরসিংপুর এলাকায় আরও দু-একটি ব্রিজ নড়বড়ে অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এলাবাবাসী।
জয়নগর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, জোড়াপানি পয়েন্টের এই ব্রিজটি ১৯৯৬ সালে পুনর্নির্মিত হওয়ার পর বর্তমান অবস্থা ভালো না। ঝুঁকি নিয়েই এখানকার যানবাহনগুলো এ পথ ধরে চলাচল করছে।

আরও পড়ুন

×