ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন আদালতে সাবেক ২ মন্ত্রী, আইজিপি ও সালমান এফ রহমান

গাজীপুর মেট্রোপলিটন আদালতে সাবেক ২ মন্ত্রী, আইজিপি ও সালমান এফ রহমান

ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৫:২২

গাজীপুর মেট্রোপলিটন আদালতে সাবেক ২ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপিকে হাজির করা হয়।

মহানগরের গাছা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে হত্যার অভিযোগে করা তিন মামলায় তাদেরকে রোববার সকালে মেট্রোপলিটন আদালত-৩-এ হাজির করা হয়। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে আদালতে আনা হয়। বিচারক ওমর হায়দারের আদালতে নিয়মিত মামলায় হাজিরা শেষে একই আদালতে সাবেক আইজিপি আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তান দেখিয়ে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ৬ জন নিহত হন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় আলাদা আলাদা তিনটি হত্যা মামলা করা হয়। ইতোপূর্বে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ওই তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী সমকালকে জানান, রোববার সকালে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের সকাল ১০টায় আদালতে বিচারকের সামনে হাজির করা হয়। প্রথমে সকলের আগের তিন মামলায় নিয়মিত হাজিরা সম্পন্ন করা হয়। পরে গাজীপুর মহানগরীর গাছা থানায় করা আরেকটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

×