ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

কুমিল্লায় করোনা ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

কুমিল্লায় করোনা ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৭:১৪

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বুড়িচংয়ে করোনায় এবং দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অপর ব্যক্তি। রোববার দুপুরে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।

তিনি বলেন, করোনায় মারা ব্যক্তির বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। অপরদিকে ডেঙ্গুতে মারা ব্যক্তি রুহুল আমিন (৬০) দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি এলাকার বাসিন্দা। তিনি রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মাসে জেলায় মোট ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২দশমিক ৫ শতাংশ। এ সব পরীক্ষাগুলো জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়। সরকারিভাবে এ জেলায় এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা যায়।

এ দিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে, চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচগুণেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এর মধ্যে মারা গেছে ১ জন। এ নিয়ে চলতি বছরের গত ২ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছেন ৫ জন। এর মধ্যে চারজন নারী ও ১ জন পুরুষ।

আরও পড়ুন

×