ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তানোরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

তানোরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

তানোর (রাজশাহী) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০৯:২৭

রাজশাহীর তানোর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী।

রোববার রাত আটটার দিকে উপজেলার তানোর-চৌবাড়িয়া সড়কের বারোঘরিয়া মোড় সংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন।

মৃত ওই যাত্রী হলেন- তানোর পৌর শহরের জিওল দক্ষিণপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে আলফাজ হোসেন (৪২)।

এ বিষয়ে তানোর থানার এসআই হাসমত জানান, চৌবাড়িয়া বাজার থেকে তানোর আসার সময় হাতিশাইল বারোঘরিয়া মোড় সংলগ্ন সড়কে অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর অটোর চালক আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে ওই চালকের পরিচয় জানা যায়নি।

এ নিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে মৃত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পরপরই নওগাঁ সদরের চকজাফরাবাদ এলাকার আলাউদ্দিন মণ্ডল নামে ওই ট্রাক ড্রাইভারসহ ট্রাকটিও আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ওসি জানান।

আরও পড়ুন

×