ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ঘ, আহত ৩০

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ঘ, আহত ৩০

ছবি: সমকাল

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২০:৩৫

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুটি গ্রামের বাসিন্দার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন টেঁটাবিদ্ধ হন। সোমবার দুপুরে বালুচর ইউনিয়নের বালুচর বাজারে মোল্লাকান্দি ও খাসমহল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় বাজারের ১০টা দোকানপাটেও ভাঙচুর চালানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মোল্লাকান্দির বাসিন্দা শাহীন ব্যাপারীর একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রয়েছে বালুচর বাজারে। তাঁর কাছে ৬ মাসের বিল পায় বিদ্যুৎ বিভাগ। সোমবার দুপুরে সেই বিলের জন্য তাগাদা দিতে আসেন এক কর্মকর্তা। এ সময় শাহীনের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তর্কাতর্কির সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার পক্ষ নেন খাসমহল বালুচরের সুলতান সর্দার (৪০)। এ নিয়ে তাঁর সঙ্গে শাহীনের হাতাহাতি হয়। এ ঘটনার জেরে মোল্লাকান্দি ও খাসমহল বালুচরের বাসিন্দার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ৬ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। টেঁটাবিদ্ধ ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। 

বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের ভাষ্য, তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। এতে ২০-৩০ জনের মতো আহত হয়েছেন বলে শুনেছেন। এখন পরিস্থিতি শান্ত। 

সিরাজদীখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। তারা বালুচর বাজারে আছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×