ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হাওয়ায় বাদী শ্রীঘরে

প্রতীকী ছবি
পটুয়াখালী ও দুমকী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২২:০৫
পটুয়াখালীতে দুমকীতে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদীকে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মো. মোক্তার মৃধা ও মেহেদী হাসান ওরফে রাসেল হাওলাদার। রোববার বিকেলে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।
মোক্তার মৃধা ও মেহেদী হাসানের বাড়িও একই ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর তার মা দুমকী থানায় ধর্ষণ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মোক্তার মৃধা ও মেহেদী হাসান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরে একা পেয়ে বাদীর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেন। কিন্তু পুলিশি তদন্ত, মেডিকেল রিপোর্ট ও ডিএনএ রিপোর্টে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। ফলে আদালত আসামিদের মামলার থেকে অব্যাহতি দেন।
এ দিকে মেহেদী হাসান ওরফে রাসেল হাওলাদার মানহানি ও হয়রানির অভিযোগে বাদীসহ সাতজনের বিরুদ্ধে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর মামলা করেন। মামলার অন্য আসামিরা হচ্ছে- স্বামী ও দুই মেয়ে, ইউপি সদস্য নাসির হাওলাদার, চৌকিদার মিজানুর রহমান এবং আরও এক নারী। ওই মামলায় ধর্ষণ মামলার বাদী রোববার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ব্যাপারে বাদীর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে কেন কারাগারে পাঠানো হয়েছে, তা আমি বলব কেমন করে। সেটা আদালতই ভালো বলতে পারবেন।’
- বিষয় :
- পটুয়াখালী
- ধর্ষণ মামলা