প্রতিবেশীর হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

নিহতের স্বজনদের আহাজারি
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২০:০৪
কুষ্টিয়ার খোকসায় প্রতিবেশীর মেয়েকে শাসন করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন মহম্মদ আলী (৭৫) নামে এক ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত মহম্মদ আলীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহম্মদ আলী মারা যান। নিহতের বাবার নাম আকমত আলী প্রামাণিক।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার সাতপাখিয়া গ্রামের মহম্মদ আলীর ছেলে তারিকুল ইসলাম তারিক প্রতিবেশীর এক মেয়েকে রাস্তায় শাসন করেন। এ ঘটনাটি মেয়ের পরিবার জানার পর সন্ধ্যায় তারিকুলের ওপর হামলা চালায়। তখন মহম্মদ আলী ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতে মহম্মদ আলীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ দিকে প্রতিবেশী সোনাই শেখ পরিবারসহ পলাতক। গোপগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও থানা পুলিশের একটি দলকে সোনাই শেখের বাড়ি পাহারা দিতে দেখা যায়।
প্রতিপক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় ইউপি সদস্যের স্ত্রী ফেরদৌসি খাতুন বলেন, ‘সোনাই সেখের মেয়েকে খারাপ কথা বলায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার বিকেলে সোনাই সেখ ও তারা লোকজন প্রথমে মহম্মদ আলীর বাড়িতে হামলা করে। পরে দ্বিতীয় দফায় তারা হামলা চালায়।’
তারিকুল ইসলাম তারিক বলেন, ‘সোনাই শেখের স্ত্রীর নির্দেশেই তার মেয়েকে শাসন করেছিলাম। এ নিয়ে বিকেলে ও রাতে দুই দফায় আমার বাড়িতে হামলা চালানো হয়। বাবা আমাকে রক্ষায় এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। বাবার হত্যাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করব।’
থানার ওসি বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। নিহতের পরিবার আসছে, রাতেই মামলা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।