সন্ত্রাসী যে দলেরই হোক, ছাড় নয়: রকিবুল ইসলাম বকুল

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২৩:২৮ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ২৩:৩০
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্রবাজ ও চাঁদাবাজ- যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অতীতে বিএনপি সন্ত্রাসীদের বিপক্ষে সরব ছিল, ভবিষ্যতেও রাজপথে থাকবে।
মঙ্গলবার খুলনা তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার সরকারের ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রকিবুল ইসলাম বকুল বলেন, দীপক কুমার আগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় জিডি করলেও পুলিশ প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। দীপক কুমার হয়তো ভাবছেন তিনি হিন্দু বলে তার পক্ষে কেউ থাকবে না, বিচার পাবেন না, তিনি সংখ্যালঘু বলে সমাজে তার অবস্থান থাকবে না। কিন্তু না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না। আমরা মনে করি, যার ধর্ম তার কাছে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান হোক বা মুসলমান হোক আমরা সবাই মিলে বাংলাদেশি।
এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যদি খানজাহান আলী থানাসহ খুলনা নগরীর কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে প্রতিহত করব।
গুলিতে আহত শিক্ষক দীপক কুমার সরকার বলেন, চাঁদাবাজরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে আমি থানায় জিডি করি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে চাঁদাবাজরা। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, রেহানা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মুর্শিদ কামাল, মোহাম্মাদ আলী বাবু, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন প্রমুখ।