চাঁদা না পেয়ে বাড়ি ভাঙচুর

ধুনটে চাঁদা না পেয়ে রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ি ভাঙচুর করেন গোসাইবাড়ি এলাকার আব্দুল বারিক। উপজেলার শিমুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে সমকাল
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ২৩:৫২
ধুনটে চাঁদা না পেয়ে রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ি ভাঙচুর এবং রড ও সিমেন্ট লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার শিমুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি থানায় আটজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
রবিউল ইসলাম পৈতৃক সম্পত্তিতে আধাপাকা বাড়ি নির্মাণকাজ শুরু করেন। ২০ জুন গোসাইবাড়ি এলাকার আব্দুল বারিক তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে শনিবার রাতে বাড়ির চারটি ওয়াল ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়।
থানার ওসি সাইদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চাঁদাবাজি