আমি কোনো অন্যায় করিনি, আদালতে সাবেক এমপি ফয়সাল

মোহাম্মদ ফয়সাল বিপ্লব
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ০৫:৫৯
‘আমি কোনো অন্যায় করিনি। আমার পুরো পরিবার আওয়ামী লীগের পরিবার। বিদ্রোহী প্রার্থী হিসেবে আমি এমপি নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, ভূমি দখলের অভিযোগ নেই। মেয়র হিসেবে, এমপি হিসেবে আমি মানুষের সেবা করেছি’।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে ঢাকা মহানগর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারকের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আদালতে উপস্থিত পুলিশ সদস্যদের বলেন, আমাকে হেলমেট পরাবেন না। কেউ যদি আমাকে মারতে চায়, মারুক। হেলমেট পরিয়ে আপনারা আমাকে বাঁচাতে পারবেন না।
আদালতে উপস্থিত একাধিক আইনজীবী জানান, আদালত প্রাঙ্গণে এ সময় তার কর্মীদের ‘বিপ্লব ভাই, বিপ্লব ভাই’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপি মহাসমাবেশে সংঘর্ষের মধ্যে প্রাণ হারান শামীম। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা হয়।
শামীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবির এসআই ফেরদৌস আলম সোমবার ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।