ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র

প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের সুরক্ষা ব্যূহের পরীক্ষা সম্পন্ন

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্ট। ছবি: সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ২২:২৬

পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের সুরক্ষা ব্যূহের অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামান পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। 

সংশ্লিষ্টরা জানান, এ পরীক্ষার লক্ষ্য ছিল কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে কন্টেইনমেন্টের ভেতর চাপ বৃদ্ধি পেলে তা কতটুকু সহ্য করতে সক্ষম, তা যাচাই করা। এ জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কম্প্রেসারের মাধ্যমে কন্টেইনমেন্টের ভেতর চাপ বাড়ানো হয়। পরীক্ষায় অবকাঠামোর দৃঢ়তা ও অভেদ্যতার নিশ্চয়তা পাওয়া গেছে। পরমাণু জ্বালানি লোডিংয়ের আগে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। 

তারা আরও জানান, প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট অতি সুদৃঢ় একটি কাঠামো। এর ভেতরের দেয়ালে রয়েছে একটি শক্ত ইস্পাতের আবরণ। রিঅ্যাক্টর কমপার্টমেন্টটি এমনভাবে নকশা করা, যাতে বাহ্যিক আঘাত বা কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ এর বাইরে বের হতে না পারে। 

এদিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শিগগির আরও কিছু পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা-সংশ্লিষ্ট এসব পরীক্ষার সময় উচ্চ শব্দ উৎপন্ন হবে। এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন প্রকল্প-সংশ্লিষ্টরা। 

রূপপুরে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে। এর দুই ইউনিটের প্রতিটিতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। 


 

আরও পড়ুন

×