ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

২ মাসের শিশুকে গলাকেটে হত্যা, অর্ধ গলাকাটা অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা

২ মাসের শিশুকে গলাকেটে হত্যা, অর্ধ গলাকাটা অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা

হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০০:৩৬

সিলেটে ২ মাসের এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। পাশেই অর্ধ গলাকাটা অবস্থায় পড়ে ছিলেন শিশুটির বাবা। বুধবার বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে। আতিকুর রহমান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানান, ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। দুপুরে খাবার শেষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আতিকুর রহমান। বিকেল ৫টার দিকে পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে দেখতে পান ২ মাসের শিশু ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমান অর্ধেক গলাকাটা অবস্থায় শুয়ে আছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন। আর রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আতিকুর রহমান হাসপাতালের পঞ্চম তলায় ওপারেশন থিয়েটারে চিকিৎসাধীন। তার অস্তোপচারও হয়েছে। তার জ্ঞান ফিরে আসার অপেক্ষায় রয়েছে পুলিশ। 

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম সমকালকে বলেন, আমরা পুরো ঘটনার তদন্ত করছি। কি হয়েছে সেটি জানার চেষ্টায় আছি। এখনো সঠিকভাবে কিছু বলা যাবে না। তবে স্থানীয়রা জানিয়েছেন, পারবিারিক কোনো কলহের কারণে এমনটি হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

×