ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘তোমাকে কতটা ভালোবাসি’ লিখে হলের ছাদ থেকে ছাত্রের লাফ

‘তোমাকে কতটা ভালোবাসি’ লিখে হলের ছাদ থেকে ছাত্রের লাফ

ফাইল ছবি

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৭:০৭ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১৫:৩৪

হলের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের চার তলার ছাদ থেকে তিনি ‘আল্লাহু আকবার’ বলে লাফ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার চেষ্টার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি পোস্ট করেন।

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তার দুই পা ভেঙে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জে। 

ফেসবুক পোস্টে প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখেন, ‘তুমি জানতা, তোমাকে আমি কত্তটা ভালোবাসি। তবুও কেন এমন করলে? সব জায়গায় সেইম ইফোর্ট, সেইম ডায়ালগ কীভাবে পার? মানুষ এতটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেই ছিলাম, আমার সঙ্গে চিট করলে কিন্তু আমার বন্ধু ফিরোজের মতো আমাকেও মরা ছাড়া উপায় থাকবে না। এত্ত করে বুঝাইলাম তাও বুঝলে না।’

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি মাত্রই ছাদে উঠেছিলাম, তিনতলায় উঠার পরে একজন জোরে ‘আল্লাহু আকবার’ বলে এবং পরক্ষণেই হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তারপর ওখান থেকে দৌড়ে এসে দেখি একজন মাটিতে পড়ে আছে। তার পায়ের অবস্থা খুবই খারাপ। দুই পাই ভেঙে গেছে মনে হয়। পরে অ্যাম্বুলেন্স এসে তাকে রামেকে নিয়ে যায়।’

হলের প্রভোস্ট অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমি বাইরে ছিলাম। ঘটনাটি শোনার পর হলে গিয়ে শুনতে পেলাম তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে ফার্স্ট ব্লকের চারতলা থেকে লাফ দিয়েছিল। সম্ভবত তার একটা পা ভেঙে গেছে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি।’

আরও পড়ুন

×