রিমান্ড শেষে আবারও জেলহাজতে সেই প্রকৌশলী

সুলতান মৃধা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৯:২৮ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১০:৫৪
রিমান্ড শেষে আবার জেলহাজতে পাঠানো হয়েছে সেই প্রকৌশলীকে। বুধবার বিকেল ৫টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ তাকে নীলফামারী জেলহাজতে পাঠায়।
ওই প্রকৌশলীর নাম সুলতান মৃধা। তিনি সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার রেলওয়ে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সুলতান মৃধার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওইদিন বিকেলে তাকে জিজ্ঞাসবাদের জন্য নিজ জিম্মায় নেন মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মাহবুব রশীদ। তিনি বলেন, মামলায় প্রকৌশলী সুলতান মৃধা প্রধান আসামি। তবে অজ্ঞাতপরিচয় আরও ৬-৭ জন আসামি রয়েছে। তাদের বিষয়ে তথ্য জানতেই রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসবাদে অনেক তথ্য মিলেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাবে না।
এর আগে ১৮ জুন দিবাগত রাতে প্রকৌশলী সুলতান মৃধার কার্যালয়ের গোডাউন ও ইয়ার্ডে রাখা রেললাইনের পাত গোপনে দুটি পিকআপ ভ্যানে করে বিক্রি করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ওইদিনই বিকেল ৩টায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের কর্মকর্তার যৌথ তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। পরেরদিন আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।