সেই এসআই গ্রেপ্তার, এবার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি ঘেরাও

বৃহস্পতিবার বিকেকে কেএমপির সামনে সড়ক অবরোধ ও সড়কে টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১৮:৪১ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১৮:৫৩
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে তারা কেএমপির সামনের সড়ক অবরোধ ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুলিশের এসআই সুকান্ত দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে। কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
সুকান্তকে গ্রেপ্তারের পরও আন্দোলন অব্যাহত রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে কেএমপি সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এবার তারা কেএমপি কমিশনারের পদত্যাগের দাবি জানাচ্ছেন। তবে এই দাবির সঙ্গে একমত না হওয়ায় একটি অংশ আন্দোলন থেকে ফিরে গেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, সুকান্তকে থানা থেকে ছেড়ে দেওয়ার পর আমরা পুলিশ কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছি। সেই দাবিতে বৃহস্পতিবারও কর্মসূচি চলছে।
তবে মহানগর কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে এসআই সুকান্তকে গ্রেপ্তার করতে হবে। দাবি পূরণ হয়েছে, এখন নগরীর প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনের যৌক্তিকতা নেই।
তিনি বলেন, সম্প্রতি পৃথক অভিযানে একটি রাজনৈতিক দলের ওয়ার্ড সভাপতি, ছাত্রদলের দুই নেতা এবং যুবদলের একটি ওয়ার্ডের সভাপতি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিয়ে দলটি পুলিশ কমিশনারের ওপর ক্ষিপ্ত। সুকান্ত গ্রেপ্তারের পরের আন্দোলন তাদের প্ররোচনা রয়েছে কিনা খতিয়ে দেখা দরকার।
- বিষয় :
- খুলনা
- পুলিশ কমিশনার
- পদত্যাগের দাবি