ভিআইপি এলে লিফট চলে

কুমিল্লা নগর ভবনের সেই লিফট এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ছবি: সমকাল
কামাল উদ্দিন, কুমিল্লা
প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ০০:১২ | আপডেট: ২৮ জুন ২০২৫ | ১৯:২৫
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভবন তিনতলা। এর দ্বিতীয় তলায় মেয়রের কক্ষ। ২০২২ সালে মেয়রের কক্ষে যেতে অর্ধকোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয় লিফট। এখন মেয়র নেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) এলে লিফট চালু করা হয়। বাকি সময় বন্ধ থাকে।
কুসিক সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই সিটি করপোরেশনের যাত্রা শুরু হয়। ২০১২ সালের প্রথম নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু মেয়র হন। ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত মেয়র হন।
কুসিকের একাধিক কর্মকর্তা জানান, শারীরিকভাবে অসুস্থ রিফাতের সিটি করপোরেশন ভবনের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হতো। এ কারণে তার জন্য দ্রুত লিফট বসানোর উদ্যোগ নেওয়া হয়। মেয়রকে খুশি করতে বিলাসী লিফট স্থাপনে ভূমিকা রাখেন কর্মকর্তারা। লিফট স্থাপনে খরচ হয়েছে ৫৮ লাখ ৮৫ হাজার ৩৪০ টাকা। সেই লিফট স্থাপনের জন্য কার্যাদেশ দেওয়া হয় ‘ড্রিমস আন লিমিটেড’কে। কোম্পানিটিকে লিফট সরবরাহ ও স্থাপনের জন্য দেওয়া হয় ২৭ লাখ ৯ হাজার ৯৯০ টাকা এবং অবকাঠামো নির্মাণে আরও ৩১ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা দেওয়া হয়। ড্রিমস আন লিমিটেডের মালিক মনু মিয়া। তিনি কুমিল্লা শহরের দেশওয়ালী পট্টির বাসিন্দা। সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠজন বলে পরিচিত। বর্তমানে একটি মামলায় কারাগারে রয়েছেন। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রিফাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর লিফটটি কার্যত পড়ে আছে। গত বছরের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র হন সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে ডা. তাহ্সিন বাহার সূচনা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর তিনি অপসারিত হন। বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর বলেন, রিফাত মেয়র নির্বাচনের কিছুদিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেশির ভাগ সময় বাসায় থেকে অফিসের কাজ চালাতেন। কুসিকের নিচতলায় অফিস করার মতো পর্যাপ্ত কক্ষ থাকলেও জনগণের করের টাকা এভাবে ব্যয় অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। সেই লিফট এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কারণ ভবনের দ্বিতীয় তলায় ওঠার জন্য লিফট প্রয়োজন নেই।
কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, ‘প্রয়াত মেয়র আরফানুল হক রিফাত এতটা অসুস্থ ছিলেন যে সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না। তাই লিফট স্থাপন করা হয়েছিল। বর্তমানে আমরা এটা ব্যবহার করি না। এমনকি সর্বশেষ মেয়র ডা. তাহসিন বাহার সূচনাও এ লিফট ব্যবহার করতেন না। এ লিফট বিকল নয়, কোনো ভিআইপি এলে ব্যবহার করা হয়।’