ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধে ময়মনসিংহে কৃষক খুন, আহত ৩

জমি নিয়ে বিরোধে ময়মনসিংহে কৃষক খুন, আহত ৩

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৬:০৩ | আপডেট: ২৮ জুন ২০২৫ | ১৬:১৭

ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম পশ্চিম বালিখা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সুজাত দেওয়ান এবং খলিল গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে একাধিক মামলাও চলমান আছে। সেই বিরোধের জের ধরেই আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে রফিকুল ইসলাম নিহত হন। আহত বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন

×