ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

চর‌মোনাই পী‌রের সমা‌বে‌শে আসার প‌থে দুর্ঘটনায় নিহত ৬

চর‌মোনাই পী‌রের সমা‌বে‌শে  আসার প‌থে দুর্ঘটনায় নিহত ৬

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা ঘটে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৭:১০ | আপডেট: ২৮ জুন ২০২৫ | ১৭:৪৯

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চর‌মোনাই পী‌রের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নিতে আসার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচজন ও টাঙ্গাইলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

যশোর থে‌কে আসা নেতাকর্মী‌দের বহন করা একটি বাস শুক্রবার রা‌তে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক‌টি ট্রাক‌কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে চারজন নিহত হন। আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী। হাসপাতা‌লে আরও একজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ইসলামী আন্দোলন।

শোকবার্তায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মহাসমাবেশে অংশ নিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ছয়জন সঙ্গী শাহাদাতবরণ করেছেন। যা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


 

আরও পড়ুন

×