বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, তিন চালক গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ২০:০৯
সিলেটের কানাইঘাটে রাস্তা থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে তুলে নিয়ে বালুর মাঠে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় তিন গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলো– কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গ্রামের নিখিল দাসের ছেলে শুভঙ্কর দাস, বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে বাবুল আহমদ ও চটি গ্রামের বাবুল মিয়ার ছেলে ফাহাদ মিয়া।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল সমকালকে জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গত বুধবার রাতে ঘর থেকে বের হয়ে রাস্তায় যান ওই তরুণী। পরদিন উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থ গ্রামের বালুর মাঠে স্থানীয়রা জামা-কাপড় ছেঁড়া অবস্থায় তাঁকে দেখতে পান। তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তিনি তিনজনের কথা জানান। তারা তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল। বিভিন্ন মাধ্যম থেকে জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়ার পর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।