৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

দুর্ঘটনাকবলিত বিমান। ছবি: সমকাল
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৩:০০
মদীনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্রগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮ অবতরণের সময় রানওয়েতে আটকে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে এটি আটকা পড়ে। এজন্য বিমান চলাচল বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। সকাল সাড়ে ১১টায় বিমান চলাচল স্বাভাবিক হয়।
বিমানবন্দরের পাবলিক রিলেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ সমকালকে জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। এ কারণে চট্রগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিলো। এখন বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
যাত্রী আব্দুর রহমান বলেন, ‘বিমানটি সৌদি আরবের মদিনা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করে। চট্টগ্রামে সকাল সোয়া ৯টায় যখন এটি অবতরণ করছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বিমানটি অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। আমরা খুব আতঙ্কিত হই তখন। প্রায় দুই ঘণ্টা পর বিমান নিরাপদ গন্তব্যে ফিরে আসে।’
- বিষয় :
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স